প্রথম ৩০ মিনিটে ম্যানইউ পিছিয়ে পড়েছিল ২-০ গোলে। তবে শেষ ১৫ মিনিটে দুই গোল করে সমতা ফেরায় তারা।। নির্ধারিত সময়ে ২-২ সমতার পর ম্যারাথন টাইব্রেকারে ১২-১১ ব্যবধানে হেরে যায় ইউনাইটেড।
গত মৌসুমে রেলিগেশনে যাওয়ার শঙ্কাও জেগেছিল ঐতিহ্যবাহী ক্লাবটির। এবার নতুন রূপে দল গোছালেও সেই ব্যর্থতার বৃত্তেই তারা।
আরও পড়ুন:
এই হারে কাপ থেকে দ্বিতীয় রাউন্ডে ছিটকে পড়ল ইউনাইটেড। ২০১৪ সালের পর এবারই প্রথম দ্বিতীয় রাউন্ডে বিদায় নিলো তারা। নতুন মৌসুমে ২৭০ মিলিয়ন ডলার খরচ করেও হারলো অখ্যাত এক ক্লাবের কাছে।