কারাবাও কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের হার

হারের পর ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়
ফুটবল
এখন মাঠে
0

কারাবাও কাপে ম্যানচেস্টার ইউনাইটেড হারলো চতুর্থ স্তরের দল গ্রিমসবি টাউনের কাছে। টাইব্রেকারে ১২-১১ ব্যবধানে পরাজিত হয় রুবেন আমোরিমের দল।

প্রথম ৩০ মিনিটে ম্যানইউ পিছিয়ে পড়েছিল ২-০ গোলে। তবে শেষ ১৫ মিনিটে দুই গোল করে সমতা ফেরায় তারা।। নির্ধারিত সময়ে ২-২ সমতার পর ম্যারাথন টাইব্রেকারে ১২-১১ ব্যবধানে হেরে যায় ইউনাইটেড।

গত মৌসুমে রেলিগেশনে যাওয়ার শঙ্কাও জেগেছিল ঐতিহ্যবাহী ক্লাবটির। এবার নতুন রূপে দল গোছালেও সেই ব্যর্থতার বৃত্তেই তারা।

আরও পড়ুন:

এই হারে কাপ থেকে দ্বিতীয় রাউন্ডে ছিটকে পড়ল ইউনাইটেড। ২০১৪ সালের পর এবারই প্রথম দ্বিতীয় রাউন্ডে বিদায় নিলো তারা। নতুন মৌসুমে ২৭০ মিলিয়ন ডলার খরচ করেও হারলো অখ্যাত এক ক্লাবের কাছে।

সেজু