চেজ স্টেডিয়ামে এক দুর্দান্ত প্রত্যাবর্তন দেখলো ফুটবলপ্রেমীরা। গল্পের নায়ক সেই আর্জেন্টাইন জাদুকর।
সেমিফাইনালে ৭৫ মিনিট পিছিয়ে থাকার পরও লিগস কাপের ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি। শেষ ১৫মিনিটের ম্যাজিকে ছারখার করলেন অরল্যান্ডো সিটিকে।
চোটের কারণে খেলতে পারেননি আগের দুই ম্যাচ। শুরুতে কিছুটা অগোছালো থাকলেও সময় গড়ানোর সাথে সাথে দেখালেন নিজের সহজাত প্রতিভা।
আরও পড়ুন:
ম্যাচে শুরুতে এগিয়ে যায় অরল্যান্ডো সিটিই। সেই লিড তারা ধরে রাখে লম্বা সময় পর্যন্ত। তারপর এগিয়ে আসেন আর্জেন্টাইন জাদুকর। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ফেরান সমতায়।
তবে দলকে ফাইনালে তুলতে মেসির সঙ্গী পুরোনো সতীর্থরা। দেড়যুগের বন্ধু আলবার সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সের ভেতর জটলার মধ্য থেকে দৃষ্টিনন্দন গোল করে দলকে লিড এনে দেন লিও। এ যেন শিল্পীর এক নিপুণ কারুকাজ।
ইনজুরি সময়ে সেগোভিয়ার গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
বয়স আর ইনজুরিকে পাশ কাটিয়েও নিজের দুর্দান্ত ছন্দ ধরে রেখেছেন লিওনেল মেসি। চলতি মৌসুমে এমএলসেও বেশ ধারাবাহিক আর্জেন্টাইন অধিনায়ক। মৌসুমে এখন পর্যন্ত মায়ামির হয়ে ২৬ ম্যাচে তার গোল সংখ্যা ২২টি।
গোল করার পাশাপাশি সমানতালে সতীর্থদের দিয়ে করিয়ে যাচ্ছেন গোলও। ম্যাচ জেতাতে লিওনেল মেসির বিকল্প যেন কেবলই তিনি।