বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মোনাকোয় ড্রতেই নির্ধারিত হবে লিগ পর্বে দলগুলো কে কার বিপক্ষে খেলবে। ড্রতে ৩৬টি দলকে চারটি পটে বা পাত্রে ভাগ করা হয়েছে।
প্লে-অফ পর্ব শেষে উয়েফার কো-এফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সাজানো হয়েছে পট। ড্রয়ের কিছু অংশ হবে ম্যানুয়ালি, বাকিটা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে ডিজিটালি সম্পন্ন হবে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি পটের দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে।
তবে একই দেশের ক্লাব পরস্পরের বিপক্ষে খেলবে না। আবার একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে।