সিয়াটলের মাঠে ফেভারিট হিসেবেই খেলা শুরু করেছিল ইন্টার মায়ামি। যদিও মাঠের খেলায় খুব বেশি প্রভাব রাখা হয়নি তাদের। ম্যাচের ২৫ মিনিটে ওসাজ ডি রোসারিওর গোলে এগিয়ে যায় সিয়াটল।
আরও পড়ুন:
ম্যাচে ফেরার জন্য মায়ামি অবশ্য চেষ্টা করেছে পুরোটা সময় জুড়েই। তবে ১০ বারের চেষ্টায় একবারও পোস্টে বল রাখা হয়নি তাদের।
ম্যাচের শেষ ৬ মিনিটে আরও দুই গোল হজম করে লিওনেল মেসির দল। ৮৪ মিনিটে অ্যালেক্স রোল্ডান এবং ৮৯ মিনিটে পল রোথরকের গোলে ৩-০ গোলের জয় পায় সিয়াটল। এর মাধ্যমে ২০২৩ সালের ইউএস ওপেন কাপের পর প্রথম ফাইনাল হারতে হলো মেসিকে।