ইপিএলে লিভারপুলের জয়ের দিনে ম্যানসিটির হারের স্বাদ

লিভারপুলের উদযাপন ও ম্যানসিটির খেলোয়াড় রদ্রি
ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ঘরের মাঠে আরেক জায়ান্ট আর্সেনালকে হারিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। তবে একই দিনে হোঁচট খেতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে।

টেবিলের মাঝারি সারির দল ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে ম্যানসিটি। ব্রাইটনের ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়েছিল ম্যানসিটিই। ৩৪ মিনিটে আর্লিং হালান্ড এগিয়ে দেন সিটিজেনদের। 

তবে ৬৯ মিনিটে সী-গালদের সমতায় ফেরান জেমস মিলনার। আর ৮৯ মিনিটে ব্রাজান গ্রুদার গোলে হার নিশ্চিত হয় সিটির।

আরও পড়ুন:

রাতের অন্য ম্যাচে আর্সেনালের বিপক্ষে কষ্টার্জিত জয়ই পেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে অল-রেডদের হয়ে জয়সূচক গোলটি করেন ডমিনিক সবোস্লাই।

হাঙ্গেরিয়ান এ মিডফিল্ডারের ৮৩ মিনিটের ফ্রি-কিক গোলে নিশ্চিত হয় লিভারপুলের ৩ পয়েন্ট। এ জয়ে ইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল লিভারপুল।

এসএইচ