লা লিগা: দুর্বল প্রতিপক্ষ রায়ো ভায়োকানোর বিপক্ষে বার্সার হতাশার ড্র

রায়ো ভায়োকানো-বার্সেলোনা ম্যাচের ছবি
ফুটবল
এখন মাঠে
0

লা লিগার ম্যাচে দুর্বল প্রতিপক্ষ রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। হতাশার ড্রয়ে পয়েন্ট খুইয়ে লিগ টেবিলের চারে নেমে গেলো কাতালানরা।

প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে নতুন সিজন দারুণ ছন্দে শুরু করেছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তবে তৃতীয় ম্যাচেই ছন্দপতন ঘটেছে বার্সেলোনার।

এ ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে না পারলেও প্রতিপক্ষের মাঠে প্রথমে বার্সা-ই লিড নেয়। ম্যাচের ৪০ মিনিটে স্পট কিকে বার্সাকে এগিয়ে দেন ওয়ান্ডার কিড লামিনে ইয়ামাল।

আরও পড়ুন:

বিরতিতে যাওয়ার আগে লক্ষ্যভ্রষ্ট শটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হারান দানি ওলমো। শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে বার্সাকে চাপে রাখে স্বাগতিক ভায়োকানো। 

তবে ৬৬ মিনিটে পেরেজের গোলে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-১ ড্র।

এসএইচ