শেষ দিনে ডোনারুম্মাকে দলে ভিড়িয়েছে ম্যানসিটি

জিয়ানলুইজি ডোনারুম্মা
ফুটবল
এখন মাঠে
0

দল বদলের শেষ দিনে জিয়ানলুইজি ডোনারুম্মাকে ৩০ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি। গেলো মাসেই সুপার কাপের ফাইনাল থেকে বাদ দেয়া হয়েছিলো ডোনারুম্মাকে। তারপর থেকেই দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নিজেই।

সিটির নিয়মিত গোলকিপার এডারসনের ফেনারবাখে যোগ দেয়া নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই ইতালিয়ান গোলকিপারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি ও এক বছরের এক্সটেনশন সুযোগ করে রাখছে সিটি কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

এ মৌসুমের শুরুতেই অবশ্য বার্নলী গোলরক্ষক জেমস ট্রাফোর্ডকেও দলে ভিড়িয়েছে তারা। পাশাপাশি ইন্টার মিলান থেকে সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকানজিকেও লোনে দলে নিয়েছে সিটি।

এছাড়া দলবদলের শেষ দিনে ফুলব্যাক ইসা কাবোরে যোগ দিয়েছেন রেক্সহ্যামে। এদিকে জার্মান মিডফিল্ডার ইকায় গুন্দোগান ও গ্যালতাসায়ারের সঙ্গে আলোচনায় আছেন।

এসএস