চিলির বিপক্ষে ব্রাজিলের ৩–০ গোলে জয়

ব্রাজিল বনাম চিলি
ফুটবল
এখন মাঠে
0

চিলির বিপক্ষে ঘরের মাঠে ৩–০ গোলের দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমার–ভিনিসিয়ুস–রদ্রিগোসহ ছিলেন না দলের একাধিক সেরা তারকা।

সেরাদের ছাড়া কার্লো আনচেলত্তির ব্রাজিল কেমন খেলে সেদিকেই ছিল ভক্ত–সমর্থকদের চোখ।

আরও পড়ুন:

সমর্থকদের অবশ্য একেবারেই নিরাশ করেনি ব্রাজিল। ব্রাজিলের জয়ে গোল করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা এবং ব্রুনো গিমারেস।

এসএস