দুই অর্ধে একটি করে গোল করে স্বাগতিকরা। ম্যাচের ৪২ মিনিটে এগিয়ে যায় স্লোভাকিয়া। ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোল করেন ডেভিড হ্যান্সকো।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে স্ত্রেলেচের আরেকটি চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচ থেকে ছিটকে যায় জার্মানি।
আরও পড়ুন:
এদিকে ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়েছে নর্দান আয়ারল্যান্ড।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী রোববার (৭ সেপ্টেম্বর) ঘরের মাঠে নর্দান আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। একই দিন লুক্সেমবার্গের মাঠে খেলবে স্লোভাকিয়া।