নেপালে টিম হোটেলে বাংলাদেশ ফুটবল দল, শেষ করেছে জিম সেশন

নেপালে টিম হোটেলে বাংলাদেশ ফুটবল দলের জিম সেশন
ফুটবল
এখন মাঠে
0

রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নেপালে টিম হোটেলে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানেই জিম সেশন শেষ করেছেন ফুটবলাররা।

রাজনৈতিক অস্থিরতার কারণে বর্তমানে বন্ধ রয়েছে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। যে কারণে ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাওয়া ফুটবলাররা সেখানেই আটকা পড়েছেন।

আরও পড়ুন:

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে জানানো হয়েছে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন স্কোয়াডে থাকা ফুটবলাররা। 

নিজেদের ফিট রাখতে আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) সকালে জিম সেশন শেষ করেছেন তারা। যদিও ফুটবলাররা ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

এসএইচ