ইতালিয়ান সুপার কাপ: মিলানকে হারিয়ে ফাইনালে বোলোনিয়া

ইন্টার মিলান ও বোলোনিয়া ম্যাচের এক মুহূর্ত
ফুটবল
এখন মাঠে
0

ইতালিয়ান সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে অঘটনের জন্ম দিয়েছে বোলোনিয়া। ফেভারিট ইন্টার মিলানকে টাইব্রেকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।

যদিও ম্যাচের শুরুতেই লিড নিয়েছিল ইন্টার মিলান। আলেসান্দ্রো বাস্তোনির পাস থেকে বোলোনিয়ার জালে বল জড়ান মার্কাস থুরাম। প্রথমার্ধেই গোল শোধ করে সমতায় ফেরে বোলোনিয়া। ৩৫ মিনিটে রিকার্ডো অরসোলিনি পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ১-১ করেন।

আরও পড়ুন:

এরপর ম্যাচে আক্রমণ-প্রতি আক্রমণ চললেও গোল পাওয়া হয়নি কোনো দলেরই। অতিরিক্ত সময় শেষেও ম্যাচে ছিল ১-১ সমতা। খেলা টাইব্রেকারে গড়ালে নায়ক বনে যান বোলোনিয়ার ফেদেরিকো রাভাগলিয়া। তিন পেনাল্টি সেইভ করে দলকে নিয়ে যান ফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে নাপোলি।

এফএস