সৌদি আরবে ম্যাচের শুরু থেকেই একক আধিপত্য ছিল নাপোলির। শুরুর আধা ঘণ্টায় এগিয়ে যাওয়ার দুইবার সুযোগ পেয়েছিল আন্তোনিও কন্তের দল। যদিও সেখান থেকে সুযোগ কাজে লাগানো হয়নি তাদের।
আরও পড়ুন:
প্রতিপক্ষ বোলোনিয়া প্রায় পুরোটা সময়েই ছিল খোলসবন্দী। আর এর সুফলও ৩৯ মিনিটে পেয়ে যায় নাপোলি। মাত্তেও পলিতানোর পাস থেকে নেরেসের দুরপাল্লার এক শটে এগিয়ে যায় তারা।
প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় গ্লি আজ্জুরিরা। বিরতির পর ৫৭ মিনিটে ফের গোল করেন নেরেস। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১০ বছর পর ইতালিয়ান সুপারকোপার শিরোপা ঘরে তোলে নাপোলি।





