এমএলএস জয়ের পর দল গঠনে বড় পরিকল্পনা ইন্টার মায়ামির

ইন্টার মায়ামি
ফুটবল
এখন মাঠে
0

ঐতিহাসিক এমএলএস শিরোপা জয়ের পর এখানেই থেমে থাকতে চায় না ইন্টার মায়ামি। ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দল গঠনে বড় পরিবর্তনের পরিকল্পনা দ্য হেরন্সদের। সার্জিও বুসকেটস ও জর্দি আলবার বিদায়ের পর তাদের শূন্যতা পূরণে নতুন আর্জেন্টাইন তারকাকে দলে টানার পরিকল্পনা করছে ডেভিড বেকহ্যামের দল।

ইন্টার মায়ামিতে যোগ দিয়ে একেরপর এক ইতিহাস গড়ছেন লিওনেল মেসি। যেখানে পাশে পেয়েছেন দীর্ঘদিনের দুই সতীর্থ সার্জিও বুসকেটস ও জর্দি আলবাকে। মৌসুম শেষেই দলকে বিদায় জানিয়েছেন এ দুই স্প্যানিশ তারকা। ফলে নতুন মৌসুমে আর্জেন্টাইন মহাতারকা হার্ড রক স্টেডিয়ামের সবুজ গালিচায় পুরনো দুই প্রিয় মুখকে পাশে না পেয়ে ভুগতে পারেন নিঃসঙ্গতায়।

তবে মেসির নিঃসঙ্গতা কাটাতে আগেভাগেই উদ্যোগ নিয়েছে মায়ামি। যেখানে দ্য হেরনদের লক্ষ্য মিডফিল্ডার জিওভানি লো সেলসো। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলায় মেসির সঙ্গে তার বোঝাপড়াটাও ভালো। আর আক্রমণের পাশাপাশি প্রয়োজনে নিচে নেমেও খেলতে পারেন তিনি। যা মায়ামির কৌশলের সঙ্গে পুরোপুরি মানানসই।

আরও পড়ুন:

বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসে খেলছেন লো সেলসো। ২০২৪ সালে ক্লাবে যোগ দেয়ার পর থেকেই দারুণ ফর্মে তিনি। বেতিসের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত হলেও তাকে দলে পেতে বেশ আগ্রহী মায়ামি। এজন্য পাঁচ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠাতে চায় গোলাপি শিবির।

এদিকে বড় প্রস্তাব পেলে লো সেলসোকে বিক্রি করতে পারে বেতিসও। এ মিডফিল্ডারের জন্যও এটি হতে পারে দারুণ এক সুযোগ। যুক্তরাষ্ট্রেই হবে ২০২৬ বিশ্বকাপ। মায়ামিতে মেসিসহ জাতীয় দলের সতীর্থদের সঙ্গে নিয়মিত খেলার সুযোগ থাকছেই। আরও আছে ভালো পারিশ্রমিক।

মায়ামিতে মেসি-লো সেলসো জুটি দেখা যাবে কি না সেটা সময়ই বলে দেবে। তবে লো সেলসোর মতো পরিচিত সতীর্থকে পাশে পেলে মেসি যে আরও স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন তা নিশ্চিত।

এসএস