দেম্বেলের জোড়া লক্ষ্যভেদে পিএসজির স্বস্তির জয়

ওসমান দেম্বেলের উদযাপন
ফুটবল
এখন মাঠে
0

ওসমান দেম্বেলের জোড়া গোলে লিলকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। দলের হয়ে অপর গোলটি করেছেন ব্র্যাডলি বারকোলা।

ফ্রেঞ্চ কাপে নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে হারের হতাশা ভুলে এ দিন ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন দেম্বেলে। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফরাসি জায়ান্টরা।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধে আরেকটি দর্শনীয় গোল করেন ব্যালন ডি’অর জয়ী এ ফুটবল তারকা। চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন দেম্বেলে। পিএসজির হয়ে শেষ ৫ ম্যাচে এটি তার চতুর্থ গোল।

অতিরিক্ত সময়ে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন বারকোলা। এ জয়ে লেন্সকে পেছনে ফেলে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। অবশ্য দ্বিতীয় স্থানে থাকা লেন্স এক ম্যাচ কম খেলায় এখনও স্বস্তিতে নেই লুইস এনরিকের শিষ্যরা।

এসএইচ