সাতবারের ফরমুলা ওয়ান বিজয়ী ও রেসিং কিংবদন্তী মাইকেল শুমাখার। সর্বকালের সেরা এই ড্রাইভারকে নিয়ে রচিত হয়েছে সিনেমা থেকে শুরু করে বেশ কয়েকটি প্রামাণ্য চিত্র। কিন্তু ২০১৩ সালে ঘটে মারাত্মক এক দুর্ঘটনা। স্কি দুর্ঘটনায় পর মস্তিষ্কে গুরুতর আঘাত পান সাবেক ফেরারি চ্যাম্পিয়ন। সেই থেকে জনসম্মুখে দেখা যায়নি তাকে। শুরু থেকেই মাইকেলের পরিবার তার চিকিৎসার অবস্থা গোপন রেখেছে।
সেই সংবেদনশীল তথ্যের ফায়দা নেন কাছেরই কয়েকজন লোক। পারিবারিকভাবে পরিচিত ইলমাজ টি ও তার ছেলে এবং বাড়ির একজন প্রাক্তন নিরাপত্তারক্ষী মিলে শুমাখারের পরিবারকে হুমকি দেন, ১৫ মিলিয়ন ইউরো না দিলে ৯০০টি ব্যক্তিগত ছবি, প্রায় ৬০০টি ভিডিও এবং গোপনীয় মেডিকেল রেকর্ড ডার্ক ওয়েবে আপলোড করবে তারা। ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে মামলা করে মাইকেলের পরিবার, আর তাতে গ্রেপ্তার হন তিনজন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ বছরের কারাদণ্ড পান ইলমাজ। চাঁদাবাজিতে সহায়তা এবং মদদ দেওয়ার অভিযোগে তার ৩০ বছর বয়সী ছেলে ড্যানিয়েলকে ছয় মাসের স্থগিত কারাদণ্ড দেয়া হয়। এছাড়া প্রাক্তন নিরাপত্তারক্ষী মার্কাসকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইলমাজ ও তার ছেলে বেশিরভাগ অভিযোগ স্বীকার করেছেন। নাইটক্লাব বাউন্সার ইলমাজ টি আদালতকে বলেছেন, তিনি যা করেছেন তা খুব জঘন্য। স্বীকারোক্তিতে তিনি বলেছিলেন তিনি নিরাপত্তারক্ষী মার্কাস এফের কাছ থেকে দুটি হার্ড ড্রাইভ পেয়েছেন। যার বিরুদ্ধে পাঁচ অঙ্কের বিশাল অর্থের বিনিময়ে জন্য সংবেদনশীল ফাইলগুলি পাস করার অভিযোগ রয়েছে। আরো একটি হার্ড ড্রাইভ এখনো উদ্ধার হয়নি বলে অভিযোগ আছে ।
আসামিপক্ষের মতে, শুমাখারের স্ত্রী করিনা তাকে পরিবারের ব্যক্তিগত ছবিগুলি ডিজিটালাইজ করতে বলেছিলেন। বাবা এবং ছেলে চুরি হওয়া ফাইলগুলির নমুনা শুমাখারের পরিবারকে ইমেইলও করেছিল। শুমাখারের পরিবারের সাথে করা ফোন কলের রেকর্ডিংও পায় আদালত।
শুমাখারের আইনজীবী থিলো ড্যাম বলেছেন, বিশ্বাসঘাতকতা হিসেবে সাজার পরিমাণ কম হয়েছে তাই তারা আপিল করার পরিকল্পনা করছেন। এছাড়া তার আশঙ্কা, যে হার্ডড্রাইভটি এখনও পাওয়া যায়নি সেটি নিয়ে ভবিষ্যতে আবারো হুমকির মুখে পড়তে পারেন এই কিংবদন্তির পরিবার।