শুমাখার পরিবারকে ব্ল্যাকমেইলের চেষ্টা, জার্মানিতে তিনজন দোষী সাব্যস্ত
প্রাক্তন ফরমুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখারের পরিবারকে ব্ল্যাকমেইল করার চেষ্টায় তিনজনকে দোষী সাব্যস্ত করেছে জার্মান আদালত। দক্ষিণ জার্মানির কনস্ট্যান্সের একজন নাইটক্লাব বাউন্সার ইলমাজ টি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।