এদিন রাজার মাঠ থেকে দৌড় শুরু হয়ে সদর উপজেলার সুয়ালক প্রদক্ষিণ করে পুনরায় রাজার মাঠে এসে শেষ হয়।
প্রতিযোগিতায় অংশ নেন দেশ-বিদেশের ৩০০ জন দৌড়বিদ। এর মধ্যে ছিলেন ৮ জন বিদেশি ও ৮ জন দেশি নারী দৌড়বিদ। স্থানীয়ভাবে অংশ নেন ৫০ জন, বাকিরা দেশের বিভিন্ন জেলা থেকে আসা।
ম্যারাথনে ১ ঘণ্টা ২২ মিনিটে ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চ্যাম্পিয়ন হন সিলেটের মৌলভীবাজার জেলার আশরাফুল ইসলাম। এ ছাড়াও তিনটি ক্যাটাগরিতে সেরা ২০ জনকে দেওয়া হয় পুরস্কার।
দৌড়ে অংশ নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রতিযোগীরা। অংশগ্রহণকারী আরিফুল ইসলাম বলেন, 'আমি আগেও অনেক ম্যারাথনে অংশ নিয়েছি। কিন্তু এই হিল ম্যারাথনে অংশ নেওয়া ছিল একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। উঁচু-নিচু পাহাড়ি রাস্তা, মনোরম পরিবেশ। সব মিলিয়ে অসাধারণ লাগছে।'
হিল ম্যারাথনের আহ্বায়ক শহিদুর রহমান সোহেল বলেন, 'যুবসমাজ দিন দিন মাদকের দিকে ঝুঁকছে। তাদের খেলাধুলার মাধ্যমে সুস্থ পথে ফেরানোই আমাদের লক্ষ্য।'
তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
এর আগে ২০২৪ সালে বান্দরবানে অনুষ্ঠিত হয় ভার্টিকাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। যেখানে অংশ নিয়েছিল ৪ শতাধিক প্রতিযোগী।