এসএ গেমসে ইমরানের টার্গেট স্বর্ণ, ‘অসহযোগী’ ফেডারেশন

অ্যাথলেট ইমরানুর রহমান
অন্য সব খেলা
এখন মাঠে
0

জানুয়ারিতে এসএ গেমসে স্বর্ণ পদক জয়ের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন অ্যাথলেট ইমরানুর রহমান। তবে এখনো ফেডারেশন থেকে অনুশীলনের জন্য কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না তিনি। ফেডারেশনের সাধারণ সম্পাদক বলছেন, ইমরান এখন জাতীয় দলের অংশ নন, ট্রায়ালের মাধ্যমে দলে আসার পর অনুশীলনের সুযোগ পাবেন তিনি।

বছর কয়েক আগেও আন্তর্জাতিক কোনো অ্যাথলেটিকস আসরে বাংলাদেশ স্বর্ণ জিতবে, সেই আশা করাই ছিলো স্বপ্ন। তবে সে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশি ইমরানুর রহমান।

২০২৩ এর কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ট্র্যাক এন্ড ফিল্ডে ঝড় তুলে সোনা জিতেছিলেন ইমরান। ৬০ মিটার স্প্রিন্টে মাত্র ৬ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে পদক জেতা এই অ্যাথলেট অনেকদিন নেই খবরের শিরোনামে। বাড়ছে না পদকের সংখ্যাও।

এবার ইমরানের মিশন আসন্ন এসএ গেমস প্রতিযোগিতা। সেজন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি। তবে পাচ্ছেন না ফেডারেশনের কোনো সহযোগিতা। ব্যক্তিগতভাবেই করছেন অনুশীলন।

তবে ফেডারেশন বলছে, ইমরানকে একটা নিয়মের মাধ্যমে আসতে হবে। ট্রায়াল দিয়ে জাতীয় দলের সদস্য হলেই পাবেন সুযোগ-সুবিধা।

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপের জন্য তাকে সিলেকশন করেছিলাম। সে জানিয়েছিল যে সে পারবে না, সে অসুস্থ বা ইনজুরড ছিল আরকি। যেকোনো একটা ক্যাম্পে ঢোকানো হয় একটা ট্রায়ল বা গেমের মাধ্যমে। আরেকটা প্রসেস আছে, আমাদের ন্যাশনাল মিটে যাদের সিলেকশন হয় তারা ক্যাম্পে ইন হবে।এই ২টা পন্থার একটা তো সে অ্যাভেইল করেনি। যে যেখান থেকেই আসুক না কেন, ন্যাশনাল টিমে আসতে হলে তাকে ট্রায়ালের মাধ্যমে পারফরম্যান্স টেস্ট দিতে হবে।’

সাউথ এশিয়ান গেমসের আগে বাংলাদেশ দল যাবে কোরিয়ায় এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ খেলতে। কিন্তু প্রস্তুতি নিতে সময় লাগবে বিধায় ইমরান সেই সফরের ভাবনায় নেই ফেডারেশনের। আপাতত ইমরানুর রহমানকে নিয়ে তাদের পরিকল্পনা এস এ গেমসের পদক জয়।

এসএইচ