প্রথম সেমিফাইনালে ৫ম বাছাই টেইলর ফ্রিৎজের মুখোমুখি হবেন গত আসরের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। আর দ্বিতীয় সেমিফাইনালে শীর্ষ বাছাই ইয়ানিক সিনারের প্রতিপক্ষ নোভাক জকোভিচ।
সবশেষ ফ্রেঞ্চ ওপেনে সেমিফাইনালে এসে ইয়ানিক সিনারের কাছে হেরেই শিরোপার দৌড় থেকে বাদ পড়েছিলেন জোকোভিচ। আজ তার সামনে সেই হারের বদলা নেয়ার সুযোগ।
অন্যদিকে কার্লোস আলকারাজ নামবেন শিরোপা ধরে রাখার মিশনে। সাম্প্রতিক সময়টা দারুণ কাটছে এই স্প্যানিশ তরুণের। শেষ ২ বছরে জিতেছেন ৩ গ্র্যান্ডস্ল্যাম। তাই তিনি টেইলর ফ্রিৎজের বিপক্ষে ফেভারিট হয়েই নামবেন তা বলা-ই যায়।