এস এ গেমসের জন্য ক্যাম্প শুরুর অপেক্ষায় ভলিবল খেলোয়াড়রা

ভলিবল খেলোয়াড়রা
অন্য সব খেলা
এখন মাঠে
0

অক্টোবরে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ এবং ২০২৬ এস এ গেমসের জন্য ক্যাম্প শুরুর অপেক্ষায় দেশের ভলিবল খেলোয়াড়রা। ৬৫ জন থেকে বাছাইকৃত ৪০ জনকে নিয়ে ক্যাম্প শুরুর পরিকল্পনা ফেডারেশনের। দেরিতে ক্যাম্প শুরু করায় ভালো ফলাফল নিয়ে সংশয়ে খেলোয়াড় ও কোচরা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অর্থায়নে এই ক্যাম্প পরিচালনা করবে দেশের আর্থিক সংকটাপন্ন ভলিবল ফেডারেশন।

আশির দশকে ক্রিকেট-ফুটবলের পাশাপাশি ভলিবলেও ছিল আলাদা এক উত্তেজনা। কালের বিবর্তনে সবই এখন স্মৃতি। দেশের ক্রীড়াঙ্গনে ভলিবল এখন অনেকটাই রঙহীন।

চলতি বছরের শুরুতে পুরোনো কমিটি ভেঙ্গে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয় এডহক কমিটিকে। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পরপরই বেশকিছু ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন করা হয়। তবে, মাঠে গড়ায়নি জাতীয় কোন আসর।

খেলোয়াড়দের একজন বলেন, ‘৬৪ জেলা থেকে যদি ৬৪ খেলোয়াড় আসে তাহলে আমাদের বাংলাদেশে মনে হয়না খুব পিছিয়ে থাকবে।’

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল সাদ্দাম বলেন, ‘ফেডারেশনের আর্থিক অবস্থা এত ভালো না। বিগত সময় যারা ছিলেন তারাও এভাবে সচ্ছল করতে পারেনি। আমরা এভাবে গুছিয়ে উঠতে পারিনি। তবে চেষ্টা করছি।’

দেরিতে হলেও অবশেষে দীর্ঘ এক বছর পর জাতীয় দলের ক্যাম্প শুরুর কার্যক্রম শুরু করেছে ফেডারেশন। তিন মাস পর আগামী অক্টোবরে দেশে হবে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন-ক্যাভা মেন্স চ্যাম্পিয়নশিপ।

সেইসঙ্গে, আগামী বছরের এস এ গেমস সামনে রেখে এই ক্যাম্প শুরুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ভলিবল ফেডারেশন।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কোচ এমদাদুল হক মিলন বলেন, ‘আমরা পিছিয়ে গিয়েছি র‍্যাংকিংয়ে। এক বছর না খেলতে পারায় যার ফলে আমাদের বিশ্ব র‍্যাংকিংয়ে ৬৪ থেকে ৭০ এর উপরে চলে গিয়েছে।’

বড় দুই আসর সামনে রেখে এত কম সময়ে কতটা প্রস্তুতি নিতে পারবে খেলোয়াড়রা, তা নিয়ে সংশয় রয়েছে খোদ কোচিং স্টাফের।

এদিকে, অক্টোবরের আসরের আগে বিদেশি কোচ এবং বিদেশের মাটিতে এক মাসের ক্যাম্প করার কথাও ভাবছে ফেডারেশন। তবে, আর্থিক সংকটে ভুগতে থাকা ফেডারেশনের ক্যাম্প পরিচালনার অর্থ এলো কোথা থেকে?

যুগ্ম সম্পাদক আব্দুল সাদ্দাম বলেন, ‘অক্টোবরের খেলার সময় থাকার কারণে আমরা অলিম্পিকের খরচ দিয়ে এই টুর্নামেন্ট চালাতে পারছি।’

ঢাকা ছাড়াও বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত ৪০ জন নিয়ে ১০ জুলাই থেকে আবাসিক ক্যাম্প শুরু হবে বাংলাদেশ ভলিবল ফেডারেশনে।

সেজু