কোচ প্যাটারাথোর্ন পাসারার সঙ্গে টেবিল টেনিস ফেডারেশনের ২ মাসের চুক্তি

কোচ প্যাটারাথোর্ন পাসারার
অন্য সব খেলা
এখন মাঠে
0

থাইল্যান্ডের কোচ প্যাটারাথোর্ন পাসারার সঙ্গে ২ মাসের চুক্তি করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। অক্টোবরে বাহরাইনে তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারাটি গেমস ও জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমস সামনে রেখে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে থাইল্যান্ড থেকে এ কোচকে আনা হচ্ছে।

তার সঙ্গে অবশ্য চুক্তি দীর্ঘমেয়াদে নয়। আপাতত দুই মাসের জন্য। পারফরম্যান্স সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ বাড়াবে ফেডারেশন। ২৫ বছর বয়সী এ কোচের আন্তর্জাতিক টেবিল টেনিস ক্যারিয়ার লম্বা নয়।

২০২২ সালের এপ্রিলে সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ড পুরুষ দলের হয়ে সোনা জিতেছিলেন তিনি। এছাড়া ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপেও পান সাফল্য।

সেজু