মেনস এশিয়া কাপ ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন

বাংলাদেশ জাতীয় হকি দলের অংশগ্রহণ উপলক্ষে জার্সি উন্মোচন ও ফটোসেশন অনুষ্ঠান
অন্য সব খেলা
এখন মাঠে
0

ভারতের বিহার রাজ্যে অনুষ্ঠিতব্য ‘মেনস এশিয়া কাপ ২০২৫’ হকি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল। এ উপলক্ষ্যে আজ (রোববার, ২৪ আগস্ট) জাতীয় দলের জার্সি উন্মোচন করা হয়েছে। ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন এবং ফটোসেশন অনুষ্ঠিত হয়। আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও ৭টি দেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দেশগুলো হলো ভারত, জাপান, চীন, কাজাকিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, চাইনিজ তাইপে।

‘বি’ গ্রুপে মালয়েশিয়া, কোরিয়া এবং চাইনিজ তাইপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। এছাড়া ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, জাপান, চীন এবং কাজাকিস্তান।

আরও পড়ুন:

যুব বিশ্বকাপের প্রশিক্ষণ ক্যাম্পের পাশাপাশি এ টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষে গত ৯ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।

এসময় বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় অক্ষুণ্ণ রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা প্রদান করেন। তিনি এ টুর্নামেন্টে জাতীয় হকি দল ভালো ফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন এবং ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফএস