এশিয়া কাপ হকিতে অংশ নিতে ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ হকি দল। মঙ্গলবার সকাল ১০ দশটায় কলকাতার পথে যাত্রা শুরু করে ২৪ সদস্যের দল। কলকাতা থেকে সড়কপথে রাতে বিহারে পৌঁছাবে জাতীয় হকি দল। সেখানেই আগামী ২৯ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ হকি।
মহাদেশীয় এ প্রতিযোগিতা সামনে রেখে ১৪ দিনের ক্যাম্প করেছে পুরো দল। আগামীকাল বিহারে আছে কাজাখস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ।
পুল 'বি'তে আসরের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মিশন শুরু করবে বাংলাদেশ দল। পরের দুই ম্যাচে লাল-সবুজের প্রতিপক্ষ চাইনিজ তাইপে এবং দক্ষিণ কোরিয়া।