আজ (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) সেমিফাইনালে জাপানের নাওমি ওসাকার বিপক্ষে প্রথম সেটেই হোচট খান আনিসিমোভা। টাইব্রেকে গড়ানো সেট হেরে যান ৬-৭ ব্যবধানে।
আরও পড়ুন:
এরপর দ্বিতীয় সেটও গড়ায় টাইব্রেকারে। এবারে যদিও নিজেকে ধরে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের ঘরের মেয়ে। আর তৃতীয় সেটে ৬-৩ গেমের সরাসরি জয় নিশ্চিত করেছে আনিসিমোভার টানা দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল।
এর আগে, সবশেষ উইম্বলডনের ফাইনালেও ছিলেন তিনি। আরেক সেমিফাইনালে জেসিকা পেগুলার বিপক্ষে ৪-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে জয় পেয়েছেন বেলারুশের টেনিস তারকা সাবালেঙ্কা। রোববার (৭ সেপ্টেম্বর) আর্থার অ্যাশ স্টেডিয়ামে হবে এই দুই নারীর ফাইনাল।