এর আগে, চলতি বছরের ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডনের ফাইনালে একে অন্যের মুখোমুখি হয়েছিলেন তারা। ফ্রেঞ্চ ওপেনে জয় পেয়েছিলেন আলকারাজ। আর উইম্বলডনের শিরোপা গিয়েছিল ইয়ানিক সিনারের কাছে।
আরও পড়ুন:
ইউএস ওপেনের ফাইনালে অবশ্য আলকারাজ কিছুটা এগিয়ে থাকবেন। দু’জনের ১৪ বারের মুখোমুখি লড়াইয়ে স্প্যানিশ তারকা জিতেছেন ৯ বার।
ইউএস ওপেনে দু’জনের একমাত্র দেখাতেও আলকারাজই হেসেছিলেন শেষ হাসি। সিনারের সামনে তাই অতীত বদলানোর বড় চ্যালেঞ্জও থাকছে ইউএস ওপেনের এ ফাইনালে।