আসরটির ফাইনাল ডে’তে দেশের সেরা ১০টি দল ল্যান সেট-আপে অংশ নেয়। যেখানে ল্যান ফরম্যাটে ৫ লাখ টাকা প্রাইজ পুলের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে এওয়ান আরজি ই-স্পোর্টস, রানার আপ হয়েছে জিএসএম।
আরও পড়ুন:
আসরটির উত্তেজনা বাড়িয়ে দেয় টিডিএম ক্যাটাগরিও। এ ক্যাটাগরিতে ৩০ হাজার টাকা প্রাইজ পুলের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় নাইনটিন ফিফটি টু ও রানার আপ এওয়ান আরজি ই-স্পোর্টস।
এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিযোগিতামূলক গেমিং ইকোসিস্টেমকে আরও শক্ত ভিত্তি দিতে ভূমিকা রেখেছে পাবজি মোবাইল।




