নেত্রকোণায় গণশুনানি উপলক্ষে অভিযোগ গ্রহণ শুরু
ঘুষ, দুর্নীতি ও হয়রানি বন্ধের লক্ষ্যে নেত্রকোণা জেলা সদরে আগামী ৭ সেপ্টেম্বর গণশুনানির আয়োজন করেছে জেলা দুর্নীতি দমন কমিশন। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে অভিযোগ গ্রহণ বুথ স্থাপন করা হয়েছে। আজ (রোববার, ২৪ আগস্ট) দুপুরে অভিযোগ গ্রহণের লক্ষ্যে স্থাপিত বুথের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও দুদক ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলু মিয়া।