দুর্নীতি দমন ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে গণশুনানির জন্য আগামী সাত দিনব্যাপী জেলার ডিসি অফিস, রেজিস্ট্রার অফিস, ইউএনও অফিস, এসিল্যান্ড অফিস ও হাসপাতালের সামনে স্থাপিত বুথে নেয়া হবে অভিযোগ।
৫ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ গ্রহণ করা হবে। যাচাই বাছাই শেষে সরাসরি ৭ সেপ্টেম্বর শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে শুনানি করা হবে।
আরও পড়ুন:
এতে যে বা যারাই অভিযুক্ত হন না কেন অভিযোগকারীর অভিযোগ আমলে নেবে দুদক। ফলে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীরাও সতর্ক হয়ে অন্যায় থেকে সরে যাবেন বলে সকলে মনে করছেন।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, ‘মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলেই কমে আসবে দুর্নীতি। অভিযুক্ত আমি বা যিনিই হই না কেন সকলেই জবাবদিহিতার আওতায় আসলে সমাজ থেকে ঘুষ দুর্নীতি পরিহার হবে।’