বগুড়ায় প্রেম প্রত্যাখ্যানের জেরে ছুরিকাঘাতে দাদি-ভাবি নিহত
বগুড়ার সদরের হরিগাড়ি এলাকায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির এক ছাত্রীসহ একই পরিবারের তিনজনের ওপর ছুরি নিয়ে হামলা চালিয়েছে সৈকত নামের এক যুবক। গতকাল (বুধবার, ১৬ জুলাই) রাতে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন ছাত্রীর দাদি ও ভাবি। গুরুতর আহত শিক্ষার্থী বনওয়া আক্তার বন্যা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন।