এল ক্লাসিকো পরিচালনার দায়িত্ব পেলেন আলেসান্দ্রো হার্নান্দেজ
১১ মে এল ক্লাসিকো পরিচালনার দায়িত্ব পেলেন আলেসান্দ্রো হার্নান্দেজ। গেলো ৬ বছরে প্রথম এল ক্লাসিকো পরিচালনা করবেন ৪২ বছর বয়সী এই রেফারি। আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১ টায় মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী।