এল ক্লাসিকো পরিচালনার দায়িত্ব পেলেন আলেসান্দ্রো হার্নান্দেজ

৪২ বছর বয়সী রেফারি আলেসান্দ্রো হার্নান্দেজ
ফুটবল
এখন মাঠে
0

১১ মে এল ক্লাসিকো পরিচালনার দায়িত্ব পেলেন আলেসান্দ্রো হার্নান্দেজ। গেলো ৬ বছরে প্রথম এল ক্লাসিকো পরিচালনা করবেন ৪২ বছর বয়সী এই রেফারি। আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১ টায় মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী।

এখন পর্যন্ত লিগে দুই দলের পয়েন্ট ব্যবধান মাত্র ৪। তাই এই ম্যাচেই নির্ধারিত হতে পারে কাদের হাতে উঠবে এবারের মৌসুমের শিরোপা।

এই মৌসুমে নিজের ৩০তম ম্যাচ পরিচালনা করবেন হার্নান্দেজ। সব মিলিয়ে ক্যারিয়ারে সিনিয়র ফুটবলে ৪৩৪ ম্যাচ পরিচালনা করেছেন এই রেফারি। এর মাঝে ২৩৪টি লা লিগা ম্যাচ।

ফিফা রেফারি হিসেবে ক্যারিয়ারে ১৭ টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

এএইচ