ইউক্রেনকে ১২০০ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি; ফান্ড গঠনে এগোচ্ছে ইউরোপ
রোমে ইউক্রেন রিকোভারি কনফারেন্সের প্রথম দিনেই দেশটির জন্য সহায়তার প্রতিশ্রুতি ছাড়িয়েছে ১ হাজার ২০০ কোটি ডলার। পাশাপাশি তৈরি করা হচ্ছে দেশটির জন্য সবচেয়ে বড় তহবিল ইউরোপীয়ান ফ্ল্যাগশিপ ফান্ড। ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, সামরিক সহায়তা পুনরায় শুরু করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে কুয়ালালামপুরে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংঘাত নিরসনে মস্কোর আগ্রহের অভাবে হতাশা প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।