বন্ধ করে দেয়া হলো পদুয়ার বাজার ইউটার্ন
বন্ধ করে দেয়া হলো পদুয়ার বাজার ইউটার্ন। শুক্রবার (২২ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে লরির নীচে চাপা পড়ে প্রাইভেট কার আরোহী একই পরিবারের চারজন নিহত হন। এসময় আরও একটি সিএনজি ও প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।