বন্ধ করে দেয়া হলো পদুয়ার বাজার ইউটার্ন

পদুয়ার বাজার ইউটার্ন
এখন জনপদে
0

বন্ধ করে দেয়া হলো পদুয়ার বাজার ইউটার্ন। শুক্রবার (২২ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে লরির নীচে চাপা পড়ে প্রাইভেট কার আরোহী একই পরিবারের চারজন নিহত হন। এসময় আরও একটি সিএনজি ও প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে ওঠেন নেটিজেনরা। মন্তব্য করেন ত্রুটিপূর্ণ ইউটার্নের কারণে এ স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কটি চারলেনে রূপান্তরের পর দুর্ঘটনায় এখানে প্রায় ৩৩জন নিহত হয়। এর প্রেক্ষিতে আজ (শনিবার, ২৩ আগস্ট) বিকেলে সেনাসদস্য ও হাইওয়ে পুলিশ সদস্যরা ইউটার্নটি বন্ধ করে দেয়।

এর আগে সকালে ২৩ বীর এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসানের নেতৃত্বে সওজ ও হাইওয়ে পুলিশ কর্মকর্তারা দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন। ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্ন বন্ধ করে দেয়ার কথা জানান তারা। সকল যানবাহন সদর দক্ষিণ উপজেলার সামনে (দয়াপুর) ইউটার্ন করবে।

এএইচ