সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ে একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধা রয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন ইব্রাহীম আজ (শুক্রবার, ২৯ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে পরিবারের ছয় সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।