সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ে একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ
দুর্ঘটনার এরিয়া
এখন জনপদে
2

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধা রয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন ইব্রাহীম আজ (শুক্রবার, ২৯ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে পরিবারের ছয় সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

গত (শনিবার, ২৩ আগস্ট) ভোররাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকার মুড়ির ফ্যাক্টরির গলিতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাসার ভেতরে থাকা সবাই দগ্ধ হন।

প্রথমে দগ্ধদের উদ্ধার করে সাইনবোর্ড এলাকার একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় একে একে ছয়জন মারা যান।

আরও পড়ুন:

নিহতদের মধ্যে ছিলেন এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন রাইয়ান, তার বাবা হাসান গাজী, মা সালমা বেগম, চার বছরের বোন জান্নাত, নানী তাহেরা বেগম এবং ১৭ বছরের ভাগ্নি তিশা।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, মৃতদের সবার শরীরেই মারাত্মক দগ্ধের চিহ্ন ছিল। শিশু রাইয়ানের শরীরের প্রায় ৩০ শতাংশ, বাবা হাসানের ৪৪ শতাংশ, মা সালমার ৪৮ শতাংশ, বোন জান্নাতের ৪০ শতাংশ এবং ভাগ্নি তিশার শরীরের ৫৩ শতাংশ দগ্ধ হয়েছিল। নানী তাহেরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হলেও তার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছিল তা জানা যায়নি।

ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে উঠেছে সিদ্ধিরগঞ্জ এলাকা।

ইএ