নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ এক মাস বয়সী শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক মাস বয়সী শিশু ইমন উদ্দিন রাইয়ানের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২৪ আগস্ট) ভোরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম।