নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ এক মাস বয়সী শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ
নিহত শিশুর জানাজায় এলাকাবাসীরা
এখন জনপদে
4

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক মাস বয়সী শিশু ইমন উদ্দিন রাইয়ানের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২৪ আগস্ট) ভোরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম।

এ ঘটনায় শিশুর বাবা মো. হাসান ও মা মোসা. সালমা বেগমসহ আরও আটজন গুরুতর দগ্ধ হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার রনি সিটি সংলগ্ন জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসারে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন।

দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে শিশু রাইয়ান মারা যান।

পরে বিকেলে তার মরদেহ সিদ্ধিরগঞ্জে আনা হয়। মাগরিবের নামাজের পর জানাজা শেষে মিজমিজি কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত রাইয়ানের স্বজন ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ