শুধু হামাস নয় ইসরাইলের সঙ্গে লেবানন-সিরিয়ার যুদ্ধবিরতিও চান ট্রাম্প
শুধু ফিলিস্তিনের হামাসের সাথে অস্ত্রবিরতি নয়, ইসরাইলের সঙ্গে লেবানন ও সিরিয়ার চলমান বিরোধেরও অবসান চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খোদ ইসরাইলি সাবেক সংসদ সদস্যের দাবি, ট্রাম্পের এ এজেন্ডা বাস্তবায়নের একটি বড় অংশ নির্ভর করছে কূটনৈতিক সমাধানের ওপর। বার্তা সংস্থা সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রাম্প-নেতানিয়াহুর সাম্প্রতিক বৈঠক-কে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে নতুন 'মোমেন্টাম' হিসেবে গণ্য করছেন কোনো কোনো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। যেখানে গুরুত্ব পাবে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি পরমাণু চুক্তির বিষয়টিও।