জাল কাবিননামা বানিয়ে ‘মিথ্যা স্বামীর’ বিরুদ্ধে যৌতুকের মামলা; অতঃপর আদালতে ধরা
কাবিননামা জাল, স্বামীও মিথ্যা। এসব করে মামলা দিয়ে অর্থ আদায় করাই যেন পেশা। সরকারি এক কর্মকর্তার বিরুদ্ধে জাল কাবিননামা বানিয়ে যৌতুকের মামলা দিয়ে আদালতকে বিভ্রান্ত করায় স্বপ্রণোদিত হয়ে অভিযুক্ত সেই নারীর বিরুদ্ধে মামলা দিয়েছেন আদালত।