চিত্রশিল্পী অনুপম হুদার কাব্যচিত্র প্রদর্শনী
রাজধানীর আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকায় চলছে 'কাব্যচিত্র' শিরোনামে ব্যতিক্রমী একক চিত্রপ্রদর্শনী। প্রদর্শনীতে স্থান পেয়েছে ছোট-বড় ২৬টি চিত্রকর্ম। যা ক্যানভাসে অ্যাক্রেলিক মাধ্যমে আঁকা। আর প্রত্যেকটা ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে কাব্য।