বিমূর্ত গল্পের ক্যানভাসে খানিক মূর্ত অবয়ব। প্রতীকিরূপে নিসর্গের মাঝে নৌকা কিংবা কবুতর, চড়ুই কিংবা শালিক। সান্ধ্যপ্রেম কিংবা দুপুরের একাকিত্ব বোঝাতে টেক্সার, ফর্ম, লাইনের মিশেলে রঙ তুলির আঁচড়ে তুলে ধরা হয়েছে কাব্যময়তা, প্রকৃতির অন্তর্জাল।
চিত্রশিল্পী অনুপম হুদার ছবিতে ঢেউয়ের ওপর চকচকে সোনালি রোদ্দুর, ধবল দূতের মতো জোৎস্নায় ক্যানভাসে কাশবন সবই চিত্রায়িত হয়েছে ২৬টি চিত্রকর্মে।
শুক্রবার রাজধানীর আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকায় উদ্বোধন করা হয়েছে একক চিত্রপ্রদর্শনী। উদ্বোধন করেন প্রখ্যাত শিল্পী ও ইমেরিটাস অধ্যাপক হাশেম খান। প্রদর্শনীতে আমন্ত্রিত শিল্পীরা তুলে ধরেন চিত্রকর্মের রূপান্তর ও পরিবর্তনের নান্দনিকতা।
প্রদর্শনী ঘিরে দেখা যায় নগরবাসীর ভিড়। খুঁজে পায় কবিতা, ছবি আর রঙ। তাই দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে তুলে ধরেন ভালোলাগা।
কাব্যচিত্রের চিত্রশিল্পী জানান, ছবির পেছনের গল্প, নান্দনিক এ আয়োজনের চিন্তা অনেক পুরনো হলেও রঙ তুলিতে এনেছেন নতুনত্ব।
সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি রোববার বাদে চলবে ২৮ নভেম্বর প্রতিদিন বিকেলে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।