জাবিতে হল সংসদ নির্বাচন নিয়ে অনীহা, প্রার্থী নেই ৬৪ পদে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে কিছুটা উত্তাপ দেখা গেলেও বিপরীত চিত্র হল সংসদ নির্বাচনে। ২১টি হল সংসদে ৩১৫টি পদের বিপরীতে ১৩০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা। আর ৬৪টি পদ শূন্য থাকবে। এর মধ্যে কোরাম পূর্ণ না হওয়ায় অকার্যকর থাকতে পারে ১৩ নম্বর ছাত্রী হল সংসদ। এ বিমুখতা বিশ্ববিদ্যালয় ও জাতীয় রাজনীতিতে সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।