কে হচ্ছেন নতুন পোপ, কীভাবে হবেন নির্বাচিত?
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া বা কনক্লেভের আনুষ্ঠানিক সূচনা আজ (বুধবার, ৭ মে)। এরই মধ্যে ভ্যাটিকানে জড়ো হয়েছেন ১৩৩ জন কার্ডিনাল। দুই তৃতীয়াংশ কার্ডিনালের সমর্থনে সর্বোচ্চ ১৩ দিনের মধ্যে ঘোষণা করা হবে নতুন পোপের নাম। তবে কীভাবে নির্বাচন হয় ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু?