মেঘভাঙা বৃষ্টিতে পাহাড়ে প্রাণহানি শতাধিক; জলবায়ু পরিবর্তনকেই দায় দেখছেন বিশেষজ্ঞরা
সম্প্রতি পাহাড়ি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউডবার্স্টের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধস প্রাণ হারিয়েছে কয়েক শ’ মানুষ। আবহাওয়াবিদদের মতে, প্রাকৃতিক দুর্যোগ মেঘভাঙা বৃষ্টি সাধারণত এক ঘণ্টার ব্যবধানে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। খুব অল্প সময়ে প্রচণ্ড বৃষ্টিপাতে দেখা দেয় আকস্মিক বন্যা ও ভূমিধস। এ ধরনের ঘটনার পেছনে মূলত বায়ুমণ্ডলীয় অবস্থার জটিল মিথস্ক্রিয়া দায়ী। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় ক্লাউডবার্স্টের প্রকোপ বাড়িয়ে তুলেছে।