মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে আবাহনী
এএফসি ক্লাব কাপের প্লে-অফে মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে আবাহনী। একমাত্র বিদেশি দিয়াবাতে নিয়ে মাঠে নামা স্বাগতিকরা শুরুতে মিতুলের সেভে টিকে থাকলেও আক্রমণে ব্যর্থ হয়। আতাই দুমাশেভের দুই গোলেই জয় পায় কিরগিজ ক্লাব। মারুফুলের দলকে এখন এ ধাক্কা কাটিয়ে ঘরোয়া মৌসুমে সামনে এগোতে হবে।