‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ শুধু একটি বই নয়, বিশ্বব্যাপী স্বীকৃতির সোনার মেডেল
বিশ্বজুড়ে অসাধারণ, অদ্ভুত আর চমকপ্রদ সব কীর্তির কথা বললেই যে নামটি প্রথম মনে আসে, তা হলো— গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। শুধু একটি বই নয়— এটি যেন বিশ্বব্যাপী স্বীকৃতির এক সোনার মেডেল। যার প্রতিটি পাতায় জায়গা করে নেয় সাহস, সৃষ্টিশীলতা আর সীমানা ভাঙার অদম্য চেষ্টার গল্প। ২০২৫ সালের ২৭ আগস্ট, ৭০ বছর পূর্ণ করলো বিখ্যাত এ রেকর্ডবুক।