ঘুঘুর সঙ্গে মানুষের এক অনন্য বন্ধন। মিশরীয় এক যুবকের দৈনন্দিন সঙ্গী সাদা প্রজাতির এক ঘুঘু। রাস্তায় পথ চলা থেকে শুরু করে সব কাজেই নাম ধরে ডাকলে দ্রুত কাছে আসে সে। দেড়বছর ধরে গড়ে উঠেছে পাখি-মানুষের এই সখ্যতা।