জুলাই হত্যা মামলায় জাবির বহিষ্কৃত শিক্ষক জনি গ্রেপ্তার
নৈতিক স্খলনের দায়ে চাকরিচ্যুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনিকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় শুক্রবার (২২ আগস্ট) রাত তিনটার দিকে সাভারের ব্যাংক টাউন মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।