তিনি বলেন, ‘সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যার ঘটনায় করা মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
আরও পড়ুন:
জানা যায়, তিনি দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয় পুলিশ। আজ (শনিবার, ২৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার জনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মাহমুদুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। এ সময় তিনি সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেছেন। ২০২৩ সালে ভ্রূণ হত্যার দায়ে তাকে বরখাস্ত করা হয়। তিনি ছাত্রজীবনে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।